রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এমএনএ আবু ছালেহর দাফন সম্পন্ন

আজাদী ডেস্ক | শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণ পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহর দ্বিতীয় নামাজে জানাযা গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতকানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযার পূর্বে রাষ্ট্রীয়ভাবে উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা সংসদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়র, কাউন্সিলরবৃন্দ, আওওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আবু ছালেহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন-সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এম এ মালেক, সিনিয়র সভাপতি লায়ন শামশুল হক, সহ-সভাপতি আবুল হাসেম, নুরুল আমিন খান, দিলিপ দাস, আবু জাফর, সোলায়মান খান, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ। তারা শোক বার্তায় বলেন, আবু ছালেহর ইন্তেকালে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন বাঁশখালীর ১৩ ইউপি চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ভূপ্রকৃতি রক্ষায় সকলে সামিল হোন : সুজন