শপথ নিয়েই অনুশীলনে সাকিব ফিরেছেন তামিমও

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:০৭ পূর্বাহ্ণ

নির্বাচনে জিতে পরদিন অনুশীলনে হাজির হয়ে চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। গতকাল বুধবার ছিল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ। সবাই ধারণা করেছিলেন, অন্তত এ দিনটি ক্রিকেটের বাইরে থাকবেন বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ঠিকই বিকালে মাঠে হাজির হয়েছেন তিনি। সাকিব মিরপুর ইনডোরে অনুশীলন করছেন। বোলিংটা এখনো ভালোভাবে শুরু করতে না পারলেও ব্যাটিংয়ে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি।

এদিকে শপথ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, ‘দীর্ঘমেয়াদি কাজ করার যদি সুযোগ পাই, যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালবেসেছে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে। সেজন্য আমি প্রস্তুত আছি।’ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে টাইগার ক্রিকেটার বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্যে যথেষ্ট হবে। একইসঙ্গে কোনো দায়িত্ব এলেও সেটা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

সাকিব ছাড়াও এদিন অনুশীলনে ছিলেন আরও তিন তারকা। সাকিবের সঙ্গে ফরচুন বরিশালের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল অনুশীলনে ফিরেছেন। তামিমকে নিয়ে দুশ্চিন্তার এখন আর নেই। আগের দিন তাসকিনের বলে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন। টেপ প্যাঁচানো আঙুল নিয়ে গতকাল অনুশীলনও করেছেন বাঁহাতি ওপেনার। শুরুতে নেট অনুশীলনে ব্যাট করেছেন, এরপর ইনডোরে বোলিং মেশিনে দীর্ঘক্ষণ নিজেকে ঝালিয়ে নেন তিনি। তামিমের বর্তমান অবস্থা জানিয়ে বরিশালের কোচ মিজানুর রহমান বলেছেন, ‘কাল একটা বল লাফ দিয়েছিল। সেটা প্রভাব ফেলেনি। তামিমের আঙুল ঠিক আছে। অতিরিক্ত কোনো কিছু যাতে না হয় সেজন্য কাল অনুশীলন বন্ধ করে দিয়েছিল। আজ পুরোপুরি ব্যাট করেছে।’ রংপুর রাইডার্স ছাড়া বিপিএলের বাকি দলগুলো এখনও অনুশীলন শুরু করেনি। ফরচুন বরিশালের অনুশীলন শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। এর আগে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে কাজ করছেন বলে জানিয়েছেন বাবুল।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ মামলায় লামিছানের ৮ বছরের কারাদন্ড
পরবর্তী নিবন্ধড্র করে শিরোপার অপেক্ষা বাড়লো হাটহাজারীর