চট্টগ্রাম বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন ভুক্তভোগী মানুষের নানা সমস্যার কথা শুনেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত গণশুনানিতে শতাধিক মানুষের সমস্যার কথা শুনে দিয়েছেন তাৎক্ষণিক সমাধান।
জানা গেছে, প্রতি বুধবার গণশুনানিতে টোকেন সংগ্রহ করে সিরিয়াল নিয়ে জেলা প্রশাসকের কাছে জায়গা-জমির মামলা ও পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সী মানুষ।
এ ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সাধারণ মানুষ যাতে মামলার হয়রানি থেকে মুক্তি পায় এবং তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান দ্রুত হয় সে ব্যাপারে সপ্তাহের একদিন বুধবার গণশুনানি করা হয়। কার্যক্রমটি ভবিষ্যতে চলমান থাকবে।