বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দেওয়া হবে সোয়া ৩ কোটি টিকা

| বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে তিন কোটি ২৫ লক্ষ ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল বুধবার দুপুরে টায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আমরা প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা দেওয়ার কার্যক্রম শুরু করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা এই কার্যক্রম শুরু করছি। ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। খবর বাংলানিউজর।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মার্চ মাসের এই টিকা প্রদান কর্মসূচির আওতায় আমরা তিন কোটি ২৫ লাখ টাকা দিতে বদ্ধপরিকর। আমরা আশা করি প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে তিন কোটি ২৫ লাখ টাকা দিতে পারবো। আমাদের টিকার ঘাটতি নেই। আট কোটির বেশি টিকা মজুত রয়েছ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশতাধিক লোক পেলেন তাৎক্ষণিক সমাধান
পরবর্তী নিবন্ধ৭৮৬