শতবর্ষী ঘুনগাছটি রক্ষার দাবি

কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

| শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৩৬ পূর্বাহ্ণ

‘যে বৃক্ষ বাঁচায় মানুষের প্রাণ, কে বাঁচাবে তার প্রাণ’। সড়ক উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার শহরের পালের দোকানস্থ পুরাতন শহীদ মিনার সংলগ্ন শতবর্ষী ঘুনগাছটি কেঁটে ফেলার উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এতে তীব্র ক্ষোভ জানিয়েছে সচেতন নাগরিক মহল ও স্থানীয়রা। তাদের ভাষ্য, যে উন্নয়নে পরিবেশ বিলুপ্ত হয়, সবুজ ধ্বংস হয় সে উন্নয়ন তারা চায় না। শতবর্ষী ঘুনগাছটি কাটার উদ্যোগ নেয়ায় তীব্র নিন্দা জানিয়ে গতকাল মানববন্ধন ও প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ। ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক মুক্তাদির বিল্লাহ জয়ের সঞ্চালনায় ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জয় বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোবারক, ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাবেক সভাপতি অন্তিক চক্রবর্ত্তী, উদীচী কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ছোটন দাশ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শুভজিৎ রুদ্র, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি তনয় দাশ সবুজ ও শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদ প্রতুল বড়ুয়া কাব্য।
এতে বক্তারা বলেন, শতবর্ষী ঘুনগাছটি কক্সবাজার সমুদ্র তটের পরিচয়। শতবর্ষী ঘুনগাছটি না কেটে সেটি রক্ষা ও ঘুনগাছ তলাস্থ শহীদ মিনারটি সংস্কারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। বক্তারা পরিবেশবান্ধব পরিকল্পিত নগরায়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। মানববন্ধনে সংহতি জানান জেলা যুব ইউনিয়ন, কক্সবাজার জেলা খেলাঘর ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠী।

পূর্ববর্তী নিবন্ধবাস চাপায় শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপাথরঘাটায় আ. লীগ নেতাকে হত্যাচেষ্টা, মূল হোতা গ্রেপ্তার