শতদলের দ্বিতীয় জয়, রেলওয়ে হারালো বাকলিয়াকে

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে শতদল ক্লাব। গতকাল সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শতদল ক্লাব ২-০ গোলে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। লিগে নিজেদের প্রথম খেলায় শতদল আগ্রাবাদ কমরেড ক্লাবকে হারিয়েছিল। অন্যদিকে লাকী স্টার ক্লাবের এটি দ্বিতীয় পরাজয়। লিগে তাদের প্রথম খেলায় বাকলিয়া একাদশের কাছে হেরেছিল তারা। ২ খেলা শেষে শতদলের পয়েন্ট ৬। সমান খেলায় লাকী স্টার ক্লাব কোন পয়েন্ট পায়নি। গতকাল খেলার প্রথমার্ধে শতদল এক গোলে এগিয়েছিল। খেলার শুরু থেকেই তারা আধিপত্য বিস্তার করে লাকী স্টারের উপর। ৩১ মিনিটে তারা প্রথম এগিয়ে যায়। এ সময় ডান দিক থেকে অধিনায়ক সুমন ইসলাম সেন্টার করেন গোলমুখে। সেখানে থাকা শ্যামল মিয়া হেডে বল জালে জড়িয়ে দেন (১-০)। দ্বিতীয়ার্ধেও প্রাধান্য বিস্তার করে রাখে শতদল। এ অর্ধের ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তারা। এ সময় আক্রমনে উঠে শতদল। লাকী স্টারের বঙের ভেতর থেকে শট নেন শতদল অধিনায়ক সুমন ইসলাম। তার শট লাকী স্টার ডিফেন্সের পায়ে লেগে গোলে যায় (২-০)। বাকি সময় কোন দল আর গোল করার সুযোগ সৃষ্টি করতে পারেনি। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শতদল ক্লাবের মো. সুমন ইসলাম। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এস এম আবদুল্লাহ্‌ আল মামুন।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ২-০ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে। এটি রেলওয়ের প্রথম জয়। অন্যদিকে বাকলিয়ার প্রথম পরাজয়। ২ খেলা শেষে উভয় দলের পয়েন্ট ৩। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটে রেলওয়ের শাহাদাত হোসেন প্রথম গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। ৪১ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন আল আমিন (২-০)। খেলার ২৩ মিনিটের সময় ১০ জনের দলে পরিণত হয় বাকলিয়া একাদশ। দলের মো. রফিক দুবার হলুদ কার্ড দেখলে তা লাল কার্ডে পরিণত হয় এবং তাকে মাঠ ছেড়ে যেতে হয়। এ খেলায় অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সের আল আমিন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিডিএফএ কাউন্সিলর মোহাম্মদ সালাউদ্দিন জাহেদ।
আজ প্রথম বিভাগ ফুটবল লিগের কোন খেলা নেই। প্রিমিয়ার ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম খেলায় অংশ নেবে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন-মাদারবাড়ী উদয়ন সংঘ(বিকাল-৩.৩০টা),দ্বিতীয় খেলায় অংশ নেবে কাস্টমস স্পোর্টস ক্লাব- চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ (বিকাল-৫.৩০টা)। এ খেলা দুটির মাধ্যমেই প্রিমিয়ার ফুটবল লিগ সমাপ্ত হবে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে ক্রিকেটার তৈরিতে হান্টিং কর্মসূচি করবে বাংলা টাইগার্স
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সমুদ্রে প্রবেশ গুলিতে ভারতীয় জেলে নিহত