শতদলের জয়ে শুরু প্রথম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ চলাকালে এবার মাঠে গড়াল প্রথম বিভাগ ফুটবল লিগ। চট্টগ্রামের ফুটবলের আকর্ষণীয় আসর হচ্ছে এ দুটি। এরই মধ্যে প্রিমিয়া্‌র ডিভিশন ফুটবল লিগ প্রায় শেষের পথে। আর প্রিমিয়ার লিগের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গেছে ব্রাদার্স ইউনিয়নের। তাই প্রিমিয়ার লিগের উত্তেজনা বলতে গেলে অনেকটাই শেষ। এবার শুরু প্রথশ বিভাগ ফুটবল লিগ। গতকাল মাঠে গড়ানো প্রথম বিভাগ ফুটবল লিগে দারুণ শুরু করেছে স্টেডিয়াম পাড়ার দল শতদল ক্লাব। তারা ৩-০ গোলে হারিয়েছে আগ্রাবাদ কমরেড ক্লাবকে। প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নেমে আসা শতদল ক্লাব আবারো প্রিমিয়ারে ফিরে যাওয়ার লড়াইটা ভালই শুরু করেছে। খেলার শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক খেলতে থাকে শতদল ক্লাব। যদিও গোল পেতে তাদের ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পেনাল্টি থেকে গোল করে শতদল ক্লাবকে এগিয়ে দেন সুমন। আর সে গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে শতদল ক্লাব।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণের ধারা অব্যাহত রাখে শতদল ক্লাব। যদিও এই অর্ধেও গোল পেতে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথম গোল করে দলকে এগিয়ে দেওয়া সুমন নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করেন খেলার ৭৫ মিনিটে। ম্যাচ শেষ হতে যখন মাত্র আর মিনিট কয়েক বাকি তখনই শতদলকে ৩-০ গোলে এগিয়ে দেন দিদার।
তার দেওয়া ইনজুরি টাইমের গোলে ৩-০ গোলের জয় নিয়ে দারুণ সুচনা করে শতদল ক্লাব। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শতদল ক্লাবের সুমন ইসলাম। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল।
এর আগে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। সিডিএফএ সভাপতি সৈয়দ মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের পরিচালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী বাবু অনুপ বিশ্বাস, সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, মোহাম্মদ ইউসুফ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ শাহজাহান, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো: হারুন আল রশীদ, মনোরঞ্জন দে, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, তিমির বরণ চৌধুরী, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলবেন বাংলাদেশের সাবিনা
পরবর্তী নিবন্ধসুদানে বিক্ষোভ চলছেই