শখের বাইকে প্রাণ গেল ফাহিমের

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:০৬ পূর্বাহ্ণ

ফিরছিলেন দাদার বাড়ি মানিকছড়ি থেকে। বিধি বাম। সন্ধ্যা সাড়ে ছয়টায় ক্যান্ট পাবলিক সংলগ্ন রেলওয়ে ক্রসিং এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারায় আবু তালেব ফাহিম। ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায় ফাহিমের শখের লাল রঙের বাইকটিও। টিবিএস অ্যাপাসি নিউ মডেলের বাইকটি চালাত ফাহিম। যেটার সম্মুখভাগে ইংরেজিতে লিখা ‘ফাহিম আরজু’। মাত্র দেড় মাস আগেই বাইকটি কিনেছিল সে।
মানিকছড়ি থেকে ফেরার পথে গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে নগরীতে প্রবেশ করেই নিজের ফেসবুক একাউন্টে পোস্ট দেয় ফাহিম। লিখে ‘আহহ চট্টগ্রাম’। হাতে চাবিসহ নিজের লাল রঙের শখের বাইকের ছবি পোস্ট করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেওয়া পোস্টে ফাহিম লিখে ‘লাইফ ইজ শর্ট, সো গ্রিপ ইট এন্ড রিপ ইট’। একইদিন দুপুর ১২টা ৫৬ মিনিটে ফাহিম নিজের টাইমলাইনে নিজের বাইকে বসা একটি ছবি পোস্ট করে লিখে ‘কেউই সারাজীবন পাশে থাকবে না, তাই নিজেকে নিজেরই ভালো রাখতে শিখতে হবে!’ ১৪ অক্টোবর দুপুর ১২টা ৪৯ মিনিটে সে আরেকটি ছবি পোস্ট করে লিখে ‘সে থাকে গভীরে’। ওই ছবিতে নিজের পায়ে পরিহিত জুতো জোড়াই দুর্ঘটনার সময় পায়ে ছিল ফাহিমের। গত ৬ অক্টোবর দুপুর ১২টা ৩৩ মিনিটে নিজের ওয়ালে একটি কালো বাইকে বসা ছবি পোস্ট দিয়ে ফাহিম লিখে ‘অসুস্থ এই শহর ছেড়ে ফিরে যাব সবুজ বনে, অথবা ঐ চাদের কোণে!’
চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিহত ফাহিমের সুরতহাল করছিল পুলিশ। পাশের কক্ষে ফাহিমের বন্ধু জাহিদ প্রতিবেদককে বলেন, ‘ফাহিম খুবই ভালো বন্ধু ছিল। বাইকটি সে শখ করে কিনেছিল দেড় মাস আগে। গত পরশু (বুধবার) দাদুর বাড়ি গিয়েছিল তারা। আজ (গতকাল শুক্রবার) ফেরার পথে দুর্ঘটনায় পড়ে প্রাণ হারিয়েছে সে।’

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্ত রোগী ৩ লাখ ৮৬ হাজার সুস্থ ৩ লাখ
পরবর্তী নিবন্ধধুলোয় ধূসর নগরী