লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মোটরসাইকেল জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪২ অপরাহ্ণ

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার(২৩ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা হলো মাদারীপুরের শিবচর থানার আজিজনগর এলাকার শুক্কুর মোল্যার পুত্র সিকান্দার মোল্যা (৪০), লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুধু কোম্পানি পাড়ার সফিকুর রহমানের পুত্র মো. তারেক (২৬) ও কক্সবাজারের উখিয়া থানার পালংখালী এলাকার মোজাফফর আহমদের পুত্র মো. নাছির (৩২)।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসে তল্লাশি করে সিকান্দার মোল্যার কাছ থেকে পাওয়া যায় ৬ হাজার পিস ইয়াবা।

অপরদিকে, মোটরসাইকেলে করে পাচারকালে তারেক ও নাছিরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার পিস ইয়াবা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রবাসী ইউসুফ হত্যা মামলার আসামি গ্রেপ্তার