লোহাগাড়ায় সাড়ে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৪২ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি জিপ।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদরের বাঘাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব পাড়া দত্তবাড়ির মো. হায়দার আলীর পুত্র মো. শাহাদাত হোসেন প্রকাশ সাগর (২৫), কক্সবাজারের চকরিয়া থানার ডুমখালী পশ্চিম পাড়ার মৃত আবদুল গণির পুত্র মো. তারেক মনোয়ার (৩০) ও চট্টগ্রামের ডবলমুরিং থানার ২৩নং ওয়ার্ডের কদমতলী ধনিয়ালা পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র মো. ফয়সাল (৩২)।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শাহাদাত হোসেনের কাছে ২ হাজার ৫শ’ পিস ও তারেক মনোয়ারের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া জিপে অভিযান চালিয়ে মো. ফয়সালের কাছ থেকে পাওয়া যায় ৫ হাজার পিস ইয়াবা। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রুজু করা হয়। আজ মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহুমকি পেয়ে থানায় জিডি করলেন নিপুণ
পরবর্তী নিবন্ধম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ দুজনের রিমান্ড মঞ্জুর