লোহাগাড়ায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রামু থানার উত্তর কুনিয়া পালং এলাকার গোলাম সোবহানের পুত্র মো. আলম (৩০), চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের নজির পানখালী এলাকার আবদুল শুক্কুরের পুত্র মো. রফিক (৪৮) ও লোহাগাড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরবেশহাট এলাকার মৃত আব্বাস উদ্দিনের পুত্র মো. ইমরুল কায়েছ (২৭)। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।