লোহাগাড়ায় সাড়ে ৪১ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১ জুন, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে ৪১ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন। গতকাল মঙ্গলবার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গোড়ার চর ও পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ সড়াইয়া কিল্লাঘোনা এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, জনৈক নাজিম উদ্দিনের নেতৃত্বে দুই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাড়ে ৪১ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনের একটি মেশিন জব্দ করা হয়।

এছাড়া অপর আরেকটি মেশিন ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঅধিনায়কত্ব ছাড়তে চান মোমিনুল
পরবর্তী নিবন্ধওশান এমিউজমেন্ট পার্ক নির্মাণে চীনের সহযোগিতা চান মেয়র