লোহাগাড়ায় শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে নুরুন্নাহার বেগম (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার ইউনিয়নের পূর্ব কলাউজান আদারচর লতিয়ার পাড়ায় নিজ বাড়িতে তাকে এই হুইল চেয়ার প্রদান করা হয়। প্রতিবন্ধী নুরুন্নাহার ওই এলাকার আহমদ হোসেনের কন্যা। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আরমান বাবু রোমেল।
ইউএনও জানান, শারিরীক প্রতিবন্ধী নুরুন্নাহার বেগমের অসহায়ত্বের খবর পেয়ে তার বসতঘর পরিদর্শন করা হয়েছে। এ সময় তাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া সরকারিভাবে তাকে একটি ঘর নির্মাণ করে দেয়ারও আশ্বাস দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে রক্তের গ্রুপ নির্ণয় ও পাঠাগার উদ্বোধন
পরবর্তী নিবন্ধশুটকির পুষ্টিগুণ অক্ষুণ্ন রাখলে রপ্তানি সম্ভব