লোহাগাড়ায় রোহিঙ্গা সন্তানের জন্মসনদ জব্দ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ৮:০৬ অপরাহ্ণ

লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন পরিষদে এক রোহিঙ্গা দম্পতির সন্তানদের ২টি জন্মসনদ জব্দ করা হয়েছে। হাতের লেখা জন্মসনদগুলো অনলাইন করাতে এলে জব্দ করা হয়।

জানা যায়, চরম্বা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেন ২০১৬ সালের ১২ আগস্ট কিন্তু হাতে লেখা জন্মসনদে দেখা যায় ২০১৪ সালে বর্তমান চেয়ারম্যানের সীল ও স্বাক্ষর।

রোহিঙ্গা দম্পতি জানু বেগম ও গুরা মিয়া জানান, তারা দীর্ঘ ১৫ বছর যাবত ইউনিয়নের মাইজবিলা এলাকায় বসবাস করে আসছে। তাদের রয়েছে ২ ছেলে ও ৩ মেয়ে। স্থানীয় জনৈক এক ব্যক্তি টাকার বিনিময়ে তাদের জন্মসনদ করে দিয়েছিল।

স্থানীয় চৌকিদার নুরুল আবছারের পরামর্শে জন্মসনদ ২টি অনলাইন করতে যান তারা। ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান জন্মসনদ ২টি জব্দ করেন।

চরম্বা ইউনিয়ন পরিষদের সচিব ওহিদুর রহমান জানান, সন্তানদের জন্মনিবন্ধন করতে ওই দম্পতি তাদের হাতের লেখা জন্মসনদ অনলাইন করতে আবেদন করেন। অনলাইন জন্মসনদের কপিও বের করা হয়েছিল। হাতের লেখা জন্মসনদ যাচাই-বাছাই করার সময় চেয়ারম্যানের সীল ও স্বাক্ষর সন্দেহজনক হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন।

চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান জানান, রোহিঙ্গা দম্পতি জন্মসনদ অনলাইন করতে আসলে ইউপি সচিব সনদ ২টি জব্দ করেন। ভুয়া জন্মসনদ তৈরির সাথে কে বা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জন্মসনদে ২০১৪ সনের সীল ও স্বাক্ষর ভুয়া।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু জানান, জন্মসনদ সন্দেহ হলে চেয়ারম্যান জব্দ করতে পারেন। জন্মসনদ অনলাইন হলেও তা বাতিল করার ক্ষমতা চেয়ারম্যানের রয়েছে। তবে জালিয়াতি করে থাকলে সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফেসবু‌কে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে রাঙামা‌টি‌তে আটক ১
পরবর্তী নিবন্ধফেসবুকে ধর্ম নিয়ে কটুক্তি করে বান্দরবানে যুবক আটক