লোহাগাড়ায় রাতে দুই বাসে মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

এক ঘণ্টা যান চলাচল বন্ধ

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্খাজনক বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ইউনিয়নের হাতিরয়াকুল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নামঠিকানা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ির কারণে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। বাস দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চোরাই মোবাইল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত