লোহাগাড়ার পদুয়ায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের সিকদার দিঘীর পাড় এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশে মাটিতে শোয়া অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান উদ্দিন জানান, এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। ওই বৃদ্ধ মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত হন। আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই ফারুক জানান, খবর পেয়ে বিকেল ৫টার দিকে হাসপাতাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত ৮টা পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।