বনের ভেতর বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

সাফারি পার্ক পরিদর্শনে পরিবেশ সচিব

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ২৮ কোটি ৬৫ লাখ টাকায় ৩১ প্যাকেজের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। এ সময় মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাসহ তিনি পার্কের দৃষ্টিনন্দন লেক, বিভিন্ন স্থাপনা, বন্য প্রাণীর বেষ্টনী, গগণচুম্বি মাদার ট্রির (গর্জন) ছায়া সুনিবিড় পরিবেশ ঘুরে দেখেন। বিশেষ করে পার্কে নবনির্মিত ৬০ ফুট (৬ তলা) উঁচু পর্যবেক্ষণ টাওয়ারে উঠে পুরো সাফারি পার্কের চারদিকের সবুজাভ ও নয়নাভিরাম পরিবেশ দেখে তারা বিমোহিত হন। গত শুক্রবার বিকেলে এসেছিলেন তারা। এ দিকে সাফারি পার্ক লাগোয়া সংরক্ষিত বনভূমির পাগলির বিল, দাঙ্গারবিলে পাহাড় সাবাড়, ড্রেজার বসিয়ে ভূ-গর্ভের বালু উত্তোলনের কারণে সেখানে দেখা দেওয়া পরিবেশ বিপর্যয়ের চিত্র দেখে তারা উদ্বেগ প্রকাশ
করেন এবং সাথে থাকা কঙবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ,
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুল হক চৌধুরী, যুগ্ম সচিব (উন্নয়ন) জাকিয়া আফরোজ, উপসচিব (উন্নয়ন) শাহানারা বেগম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘২০২১-২২ অর্থবছরে ২৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে প্রথমদফায় চলমান ৩১টি প্যাকেজের উন্নয়ন কাজ পুরোপুরি বাস্তবায়ন হয়ে গেছে। গত শুক্রবার বিকেলে সেই কাজ পরিদর্শনে এসেছিলেন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধতন কর্মকর্তারা। তারা কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। তবে পার্ক লাগোয়া বনভূমিতে ভয়াবহ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং কঙবাজারের জেলা প্রশাসককে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে পলিটেকনিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে