লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গোলাম রশিদকে মৎস্য চাষের জন্য উপজেলা বিআরডিবি’র পক্ষ থেকে ৮০ হাজার টাকা ঋণ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু তার কার্যালয়ে এ ঋণের টাকা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান আরমান বাবু রোমেল ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন।