লোহাগাড়ায় পৌরসভা ঘোষণা প্রক্রিয়ার আওতায় আনতে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। গত মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর–২ শাখার যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন এ প্রজ্ঞাপন জারি করেন। বুধবার (১২ নভেম্বর) তা গেজেট আকারে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের লোহাগাড়া ও দক্ষিণ সুখছড়ি মৌজা এবং আমিরাবাদ ইউনিয়নের আমিরাবাদ ও সুখছড়ি মৌজার নির্দিষ্ট দাগের পল্লী এলাকাসমূহকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রজ্ঞাপনে প্রকাশিত দাগের পল্লী এলাকাসমূহকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হবার তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রস্তাবের বিরুদ্ধে সরকারের কাছে লিখিত আপত্তি উত্থাপন করতে পারবে। বিধিমোতাবেক সরকার উত্থাপিত আপত্তি ৩ মাসের মধ্যে নিস্পত্তি করবে।
এদিকে গতকাল সোমবার সন্ধ্যা থেকে পৌরসভা ঘোষণার প্রক্রিয়া শুরুর প্রজ্ঞাপনের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই প্রজ্ঞাপনকে ঘিরে স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস ও প্রত্যাশা দেখা গেছে। অনেকে মনে করছেন পৌরসভা ঘোষণা হলে এলাকার মানুষ উন্নত সড়ক ব্যবস্থা, ড্রেনেজ ও নালার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, রাস্তায় আলোকসজ্জা, বাজার ও জনসেবা পরিচালনায় শৃঙ্খলা ফিরে পাবে।












