লোহাগাড়ায় দুই মিনিট্রাকের সংঘর্ষে চালক আহত

আজাদী অনলাইন | সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ৬:৩৯ অপরাহ্ণ

লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে পণ্যবোঝাই দু’টি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই মিনিট্রাকের চালক আহত হয়েছে।

আজ সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর ইউনিয়নের লোহারদিঘী পাড়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুই মিনিট্রাকের চালক আহত হয়েছে বলে জানা গেছে তবে হাইওয়ে পুলিশ আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিচালিত অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে কক্সবাজারমুখী গ্যাস সিলিন্ডার বোঝাই মিনিট্রাকের সাথে বিপরীতমুখী সবজি বোঝাই মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুই মিনিট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে আহত দুই চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত মিনিট্রাক ২টি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই আদম আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মিনিট্রাক ২টি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে মিনিট্রাকের চালকদের পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের অভিযোগে বাকলিয়ায় যুবক গ্রেফতার
পরবর্তী নিবন্ধপেকুয়ায় আগ্নেয়াস্ত্রসহ ২ ছাত্র আটক