পেকুয়ায় আগ্নেয়াস্ত্রসহ ২ ছাত্র আটক

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ৮:১৬ অপরাহ্ণ

পেকুয়ায় অস্ত্রসহ ২ কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

গতকাল রবিবার (২১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনীস্থ মসজিদ মার্কেট থেকে এ দুই শিক্ষার্থীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো মিজানুর রহমান(২১) ও মো. মোরশেদ(২০)।

আটক মিজানুর রহমান পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পাহাড়িয়াখালী এলাকার জয়নাল আবেদীনের পুত্র এবং মোরশেদ একই উপজেলার শিলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাচারীমোরা এলাকার আবুল বশরের পুত্র।

একটি সূত্র জানায়, আটক মিজানুর রহমান পেকুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ৮টার দিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ এসে চৌমুহনীস্থ মসজিদ মার্কেটের পাশে কাঁচা বাজার থেকে দুই যুবককে তুলে নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বেচাকেনার খবর পেয়ে আমরা পেকুয়া চৌমুহনীস্থ কলেজ মার্কেটের পাশে কাঁচা বাজারে অভিযান চালাই। এসময় মিজানুর রহমান ও মো. মোরশেদ নামের ২ যুবককে আটক করি এবং স্থানীয়দের উপস্থিতিতেই তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অগ্নেয়াস্ত্র উদ্ধার করি।”

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই মিনিট্রাকের সংঘর্ষে চালক আহত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক যুবক