লোহাগাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. উজ্জল (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক উজ্জল গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার মো. দুলালের পুত্র।
হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখী আলু বোঝাই ট্রাকের সাথে বিপরীতমুখী লবণ বোঝাই অপর আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলু বোঝাই ট্রাক চালক উজ্জল ঘটনাস্থলে প্রাণ হারায়। দুর্ঘটনায় দুই ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় কাউকে পাননি। লবণ বোঝাই ট্রাকের চালক ও সহকারী দুর্ঘটনার পর গা ঢাকা দিয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘দুর্ঘটনাবশত’ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানাল ভারত
পরবর্তী নিবন্ধসরকারের ‘দুর্নীতির’ কারণেই দাম বাড়ছে : ফখরুল