লোহাগাড়ার চুনতিতে সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে বিভিন্ন প্রজাতির ছোট–বড় প্রায় ২৫টি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিনব্যাপী চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকা থেকে এ গাছগুলো কাটা হয়। অভিযুক্তের নাম শিরিন সুলতানা। তিনি চুনতি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।
গতকাল সন্ধ্যায় সরেজমিনে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া যায়। স্থানীয়রা জানান, মহাসড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে নেয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। সরকার হারাচ্ছে রাজস্ব।
অভিযুক্ত ইউপি সদস্য শিরিন সুলতানা গাছ কাটার বিষয়টি স্বীকার করে জানান, মহাসড়কের পাশে হলেও জায়গাটি তার খতিয়ানভূক্ত। গাছগুলোও তিনি রোপন করেছেন। টাকার প্রয়োজন হয়েছে তাই গাছগুলো বিক্রি করেছেন। গাছ কাটার ব্যাপারে কাউকে অবহিত করেননি বলেও জানান তিনি।
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের উপ–সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, গাছ কাটার জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। সওজের জায়গা থেকে গাছ কর্তনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।