লোহাগাড়ায় অবৈধ ৬ করাতকল সিলগালা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৯:০৬ অপরাহ্ণ

লোহাগাড়ায় অভিযান চালিয়ে অবৈধ ৬টি করাতকল সিলগালা করে দিয়েছে বনবিভাগ।

আজ শনিবার (২৬ মার্চ) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অবৈধ করাতকলের মালিকরা হলো সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি শাহ দরবার শরীফ সংলগ্ন এলাকার মোস্তফিজুর রহমান, ওমর আলী, মো. ইয়াছিন, আবুল হাশেম, পুটিবিলা ইউনিয়নের জোড়পুকুর পাড়া এলাকার মমতাজ উদ্দিন ও মো. ইউসুফ।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, লাইসেন্স হালনাগাদ না থাকায় বিধিমালা ২০১২ আইনের ৩(১) ধারায় ৬ করাতকল সিলগালা করা হয়েছে। এসব করাতকল যাতে পুনরায় চালু করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া, একই দিন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দস্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে ছগির মেম্বার মালিকানাধীন একটি অবৈধ করাতকল সিলগালা করে দিয়েছে বনবিভাগ।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনই ‘কঠিন’ পরিস্থিতিতে ‘সহজ’
পরবর্তী নিবন্ধসবজি ক্ষেত ধ্বংস করে টমেটোগুলো পুড়িয়ে দিল দুর্বৃত্তরা