লোহাগাড়ায় বনবিভাগের ৫০ একর জবরদখলকৃত জায়গা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে চুনতি রেঞ্জের সাতগড় বনবিটের আওতাধীন এলাকা থেকে এসব জায়গা উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে রয়েছে ১৭টি মৎস্য খামার, ১০টি পানের বরজ ও ১টি মাল্টা বাগান।
জবরদখলকারীরা হলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার মৃত আবদুল অদুদ প্রকাশ টুনুর পুত্র এ. জে. চৌধুরী ও আমিরাবাদ এলাকার মো. আইয়ুব আলী।
বনবিভাগ সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত সংরক্ষিত বনভূমির জায়গা জবরদখল করে মৎস চাষ, পানের বরজ ও বিভিন্ন প্রজাতির গাছের বাগান করে আসছিল। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মৎস্য খামারের পানি অবমুক্ত, পানের বরজ উচ্ছেদ ও মাল্টা বাগান কেটে দিয়ে সংরক্ষিত বনভূমির ৫০ একর জবরদখলকৃত জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদের মধ্যে রয়েছে এজে চৌধুরীর ৯টি ও মো. আইয়ুব আলীর ৮টি মৎস্য খামার।
চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিটের বিট কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উচ্ছেদের পর সংরক্ষিত বনভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া বনের সব জবর দখলকৃত জায়গা উদ্ধারে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।