জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিরি আয়োজন করা হয়।
“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”- এই শ্লোগানকে ধারণ করে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে লোহাগাড়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
পরে সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) খায়রুল হক, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।