লোডশেডিং বন্ধ এবং ওয়াসার পানি সংকট নিরসনের দাবি

বাসদের সমাবেশ

| বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলবাসদ জেলা শাখার উদ্যোগে নগরীতে তীব্র লোডশেডিং ও ওয়াসার পানির লবণাক্ততা দূর করে সুপেয় পানি সরবরাহের দাবিতে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। সদস্য রায়হান উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হেলাল উদ্দিন কবির, আহমেদ জসিম, আকরাম হোসেন, মিরাজ উদ্দীন, ফারিস্তা চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অব্যাহত লোডশেডিং এর কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। অন্যদিকে চট্টগ্রামে ওয়াসার পানির লবণাক্ততার জন্য লক্ষ লক্ষ মানুষ সুপেয় পানির অভাবে পড়েছে। প্রতিদিন খাবার অযোগ্য এই পানির কারণে বাড়তি ব্যয় করতে হচ্ছে। ফলে বিল দিয়েও সুপেয় পানি পাচ্ছে না নগরবাসী। নেতৃবৃন্দ এই সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। অন্যথায় ওয়াসা ও পিডিবির সামনে অবস্থান কর্মসূচি, স্মারকলিপি পেশ,ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাফর আহমদ চৌধুরী কলেজের শিক্ষক-কর্মচারীদের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধবাকাসস চট্টগ্রাম জেলা শাখার কমিটি গঠন