লোডশেডিংয়ের পরের পরিকল্পনা সপ্তাহখানেক পর

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

সপ্তাহ খানেক পর্যবেক্ষণ করে লোড শেডিং নিয়ে পরবর্তী পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল শুক্রবার সকালে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নেক্সট সপ্তাহে আমরা আরেকটা প্ল্যান করব, আমার টাইমিং সিডিউল আবার ঠিক করব। বিষয়টিকে গ্রাহকরা বিশেষ পরিস্থিতিতে মেনে নিচ্ছেন। আমার মনে হয়, সপ্তাহ খানেক, ১০টা দিন হলে পরে আস্তে আস্তে ঠিক করে নিয়ে আসব, এটা বেটারের দিকে যাবে, আগামী সপ্তাহে পরবর্তী পরিকল্পনা করা হবে। খবর বিডিনিউজের।
শহর ও গ্রামের লোড শেডিং পরিস্থিতি তুলে ধরে নসরুল হামিদ বিপু বলেন, ঢাকা শহরে যদি আমি একশ মেগাওয়াট লোড শেড করি, আর যদি ঢাকার বাইরে কোনো গ্রামাঞ্চলে একশ মেগাওয়াট লোড শেড করি দেখা যায় যে, গ্রামাঞ্চলে লোড শেড করলে তিনটা গ্রাম বন্ধ হয়ে যায়। এটা একটা সমস্যা। কারণ গ্রামে বিদ্যুতের চাহিদা খুবই কম। ১০ মেগাওয়াট বিদ্যুৎ হয়ত একটা গ্রাম অথবা তিনটা গ্রাম মিলে ইউজ করে। কিন্তু ঢাকা শহরে একটা মহল্লাতেই ১০০ মেগাওয়াট ইউজ করে। ঢাকায় হয়ত আমি ১০০ মেগাওয়াট দিলাম, বাইরে আমি হয়ত ৫০/৩০ বা ৬০ মেগাওয়াট দিলাম। এতে কিন্তু গ্রামের অনেক জায়গা কাভার হয়ে যায়। এটা আমাদের চিন্তায় আছে।

পূর্ববর্তী নিবন্ধআলোকসজ্জা বন্ধে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে হচ্ছে শিশু ক্যান্সার ও হেমাটোলজি বিভাগ