লোকনাথ সেবাসংঘ সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সম্মেলন

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, চট্টগ্রাম কেন্দ্রের সহযোগী সংগঠন লোকনাথ সেবাসংঘ সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সম্মেলন গত ১০ সেপ্টেম্বর সেবাশ্রম অঙ্গনে সেবাসংঘ সমন্বয় পরিষদ সভাপতি আশীষ দাশেরর সভাপতিত্বে সুমন মুহুরীর সঞ্চালনায় ও তুর্য নাথের শ্রীমদভগবদ ভগবত গীতা পাঠের মাধমে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও সেবাশ্রম পতাকা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক। প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ও জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। আবির্ভাব উৎসব সম্পাদক শাপলা সেনের স্বাগত বক্তব্যের পর বার্ষিক প্রতিবেদন পেশ করেন সেবাসংঘ সমন্বয় পরিষদ সম্পাদক টিপু কুমার নাথ, আর্থিক রিপোর্ট পেশ করেন সেবাসংঘ সমন্বয় পরিষদ পুলক দাশ। বক্তব্য দেন, বিপ্লব রায়, শ্রীধাম কৃষ্ণ রুদ্র, বাবু মজুমদার, জুয়েল গুপ্ত, সুব্রত সিংহ টিংকু, প্রতাপ রুদ্র, রঞ্জিত নাথ, উজ্জ্বল আইচ। সম্মেলনে অতিথি ছিলেন, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, উজ্জ্বল কুমার দেওয়ানজী। বক্তব্য দেন, সেবাশ্রম সভাপতি মনোজ কান্তি দে, সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী, প্রকৗশলী ঝুলন কুমার দাশ, অশেষ কুমার পুরোহিত, প্রণব সাহা বাবলু, লায়ন তপন কানি দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল : স্বপ্ন যখন ধরা দিচ্ছে হাতের মুঠোয়
পরবর্তী নিবন্ধবায়েজিদে ৯ জুয়াড়ি গ্রেপ্তার