লেগুনায় তল্লাশি ৭৬০০ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী সেগুন বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ইয়াবা উদ্ধারে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় যাত্রীবাহী একটি লেগুনা গাড়িতে যাত্রীবেশে থাকা এক কারবারিকে গ্রেপ্তার এবং তাঁর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৭৬০০ পিস ইয়াবা। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ইয়াবা উদ্ধারে এই চেকপোস্ট বসায় মহাসড়কে।

গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারির নাম আজিজুল হক ভুট্টো (৪২)। তিনি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার মৃত মোজাফ্‌ফর আহমদের ছেলে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর তাকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে প্রেরণ করা হয়। এ সময় তাকে জেলহাজতে প্রেরণ করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসিএমপি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ