‘আজাদী’ মানে মুক্তি, স্বাধীনতা। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর শ্রদ্ধেয় ইন্িজনিয়ার সাহেব মোঃ আবদুল খালেক চট্টগ্রাম থেকে প্রতিষ্ঠা করেন ‘দৈনিক আজাদী’। চট্টগ্রামবাসী তথা বিশ্বের অনেক দেশে আজাদীর জনপ্রিয়তা রয়েছে। দৈনিক আজাদীতে দেশ বিদেশের নানা খবরসহ রয়েছে সম্পাদকীয় পাতা, খোলা হাওয়া, সাহিত্য সাময়িকী, আগামীদের আসর, অন্ত্যমিল, নারী পাতা, খেলার পাতা, সৃজনে আনন্দে, চাকরির খবর, বিজ্ঞাপন, রাজনীতি, জানা অজানা বিজ্ঞান, ইতিহাসের নানা কাহিনী, গুণীজনের কথা, আরো নানা তথ্য বহুল ঘটনা। আজাদী পরিবারের সকল সদস্যের প্রতি আমার অভিনন্দন রইলো। আমার প্রথম পত্রিকায় লেখা প্রকাশিত হয় দৈনিক আজাদীতে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি। এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। দৈনিক আজাদীতে আমার লেখা প্রকাশ করার জন্য যাদের অবদান রয়েছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। পত্রিকায় লেখা প্রকাশিত হলে যে আনন্দ পাওয়া যায়, মনে হয় যেন নতুনভাবে নিজেকে উপস্থাপন করা। আমাদের পরিবারে আজাদীর পথ চলা অনেক দিন আগে থেকে। সেই সকালে দরজার নিচে হকার পত্রিকা দিয়ে যাওয়ার পর ছোট বড় সকলে যার যার পছন্দের পাতা নিয়ে পত্রিকা পড়ার আনন্দ সত্যিই অন্যরকম। সাম্প্রতিক বিষয় নিয়ে তথ্য দেওয়ার ব্যাপারে আজাদীর জুড়ি মেলা ভার। বর্তমান সময়ে সিআরবি নিয়ে যে আন্দোলন তা চট্টগ্রামবাসীর মনের কথা প্রকাশের সুযোগ করে দিয়েছে আজাদী। বর্তমান প্রযুক্তির যুগে মানুষের প্রতি মানুষের সম্পর্ক অনেকটা যান্ত্রিক হয়ে গেছে। পত্রিকা হচ্ছে সেই মাধ্যম যেখানে পরিবারের তথা সমাজের সাথে মানুষের বন্ধন দৃঢ় হয়। যুগ যুগ ধরে ‘দৈনিক আজাদী’ মানুষের পাশে থেকে সবার প্রত্যাশিত খবর নিয়ে এগিয়ে যাক এই কামনাই করি।