লিডার্স স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের আন্তঃহাউজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা (অব.)। চারটি বিভাগে (,,,) অনুষ্ঠিত পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতা উল্লেখযোগ্য ইভেন্টসমূহ হচ্ছে (বাংলা ও ইংরেজি) নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা এবং হামদ,নাত, ক্বিরাত, হামদ,নাত, ক্বিরাত এবং আযান।এবারের প্রতিযোগিতার পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানের জাহাঙ্গীর হাউজ এবং রানারআপ হয় মোস্তফা হাউজ। ৭ম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী তালুকদার ও তামামা এলনাজ হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের অবকাঠামো ও প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধনে গঠিত শিক্ষার অনুকূল পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফেরদৌস আরা। উল্লেখ্য, কমনওয়েলথভুক্ত দেশসমূহের বিভিন্ন বয়সী (১৪১৮) শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রথমবারের মতো অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে। প্রতিষ্ঠানের ৯ম শ্রেণি ইংরেজি ভার্সনের শিক্ষার্থী সুরাইয়া এবং মোহাম্মদ মুশরাফি সিলভার পদক ও ১০ম শ্রেণি বাংলা ভার্সনের শিক্ষার্থী আইশা আন্দ্রাবি এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থী সোবাইদা খানম ও ৭ম শ্রেণি ইংরেজি ভার্সনের শিক্ষার্থী মুশসারাত মুনির ব্রোঞ্জ পদক লাভ করে। অধ্যক্ষ বিজয়ী শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান করেন। এবারের প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড্রাগন ফল বেচে অনেকে স্বাবলম্বী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান