এবারের বিপিএলে দুর্দান্ত সিলেট স্ট্রাইকার্স। জয় দিয়ে শুরু করা সিলেট লিগ পর্বের শেষটাও করল জয় দিয়ে। আর এর ফলে পয়েন্ট তালিকার প্রথম দুই স্থানে থাকাটা নিশ্চিত করল সিলেট স্ট্রাইকার্স। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে মাশরাফির সিলেট। এরই মধ্যে লিগ পর্ব থেকেই ছিটকে গেছে খুলনা টাইগার্স। ফলে তাদের জন্য ম্যাচটি চিল কেবলই আনুষ্টানিকতার।
যদিও সিলেটও নক আউট পর্ব নিশ্চিত করেছিল আগেই। তবে শীর্ষে থাকার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ন ছিল সিলেটের জন্য। গুরুত্বহীন এই ম্যাচে ছিলেন না খুলনার তামিম ইকবাল। তাই আরো একটি পরাজয় বরন করতে হয়েছে রাব্বিদের। লিগ পর্বের ১২ ম্যাচের ৯টিতে জিতে সিলেটের পয়েন্ট ১৮। আর ১১ ম্যাচে খুলনার পয়েন্ট ৪।
টস জিতে ব্যাটিংয়ে নামা খুলনার শুরুটা ছিল একেবারেই বাজে। ৮ রানে প্রথম উইকেট হারানোর পর ২১ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকে। বিদায় নেন মুনিম শাহরিয়ার, শাই হোপ এবং এন্ডি বালবার্নি। এদের কেউই দুই অংকে যেতে পারেনি। চতুর্থ উইকেটে মাহমুদুল হাসান জয়কে বেশিক্ষন সঙ্গ দিতে পারেনি অধিনায়ক রাব্বিও। তিনি ফিরেছেন ১২ রান করে। এরপর দ্রুত ফিরেন সাব্বির রহমান এবং সাইফউদ্দিনও।
৭২ রানে ৬ উইকেট নেই খুলনার। এরপর জয় এবং নাহিদুল মিলে দলের স্কোর শতরান পার করেন। ১৯ তম ওভারে ফিরেন জয় আর শেষ ওভারে ফিরেন নাহিদুল। জয় করেন ৪১ বলে ৪১ আর নাহিদুল করেন ১৭ বলে ২২ রান। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ১১৩ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। সিলেটের পক্ষে ৩টি উইকেট নেন তানজিম হাসান সাকিব। ২টি করে উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম এবং রুবেল হোসেন।
জবাব দিতে নামা সিলেটের দুই ওপেনার তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান ১০ রানেই। সাইফউদ্দিন ফেরান হৃদয়কে আর নাহিদুল ফেরান শান্তকে। কিন্তু কে জানতো খুলনার বোলারদের জারিজুরি শেষ সেখানেই। এরপর জাকির হাসান এবং মুশফিকুর রহিম মিলে যোগ করেন ৯০ রান। ৪৬ বলে ৫০ রান করা জাকির ফিরলে ভাঙ্গে এ জুটি। একই ওভারেই ফিরেন ৩৫ বলে ৩৯ রান করা মুশফিকও।
তবে তিনি ফিরেন রান আউট হয়ে। এরপর ম্যাচ জিততে মোটেও বেগ পেতে হয়নি সিলেটকে। রায়ান বার্ল ৬ বলে ১২ রান করে ১৫ বল বাকি থাকতে ম্যাচ জয় নিশ্চিত করে। তবে ম্যাচ সেরা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের ইমাদ ওয়াসিম।