লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার প্রেসিডেন্ট, লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন এম এস আলম আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ১ পুত্র এবং ১ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম এম এস আলম জীবন বীমা কর্পোরেশনের প্রাক্তন ম্যানেজার। আনোয়ারা থানাধীন চাতরী গ্রাম নিবাসী এম এস আলম দীর্ঘদিন নগরীর এম এম আলী রোডে বসবাস করতেন। লায়নিজমে অত্যন্ত নিবেদিত লায়ন এম এস আলমের মৃত্যুতে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৪ এর গভর্নর লায়ন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য, প্রথম ভাইস গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু গভীর শোক প্রকাশ করেছেন। আজ (শুক্রবার) সকাল ৯টায় জাকির হোসেন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশন (সিএলএফ) প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুমা নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












