লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ১০৩তম বার্ষিক কনভেনশন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ড. জুন উল-সয় এর সভাপতিত্বে গত ২৫ থেকে ২৯ জুন কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হয়। কনভেনশনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো লায়ন নেতৃবৃন্দ। বিভিন্ন ধরনের ট্রেনিং সেশনসহ নানা শিক্ষণীয় সেমিনার ও সেশনে ভরপুর ছিল এই কনভেনশন। এতে ভার্চুয়ালি নির্বাচনের মাধ্যমে লায়ন ডগলাস এক্স আলেক্সজান্ডার ২০২১-২২ সেবাবর্ষের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২০-২১ সেবাবর্ষের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তাঁকে শপথ গ্রহণ করান। তিনি ২০২১-২২ সেবাবর্ষের জন্য তার কল ‘সার্ভিস ফ্রম হার্ট’ ঘোষণা করেন। কনভেনশনের তৃতীয় প্লেনারি সেশনে নির্বাচিত ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ডগলাস এঙ আলেঙজান্ডার বিশ্বজুড়ে নির্বাচিত লায়ন্স জেলা গভর্নরদের শপথ বাক্য পাঠ করান। লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ২০২১-২২ সেবাবর্ষের জন্য নির্বাচিত জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এ সময় শপথ গ্রহণ করেন। একইসাথে জেলার ১ম ভাইস জেলা গভর্নর হিসেবে লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী এবং সেকেন্ড ভাইস জেলা গভর্নর হিসেবে লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীকে সাথে নিয়ে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে থেকে ভার্চুয়ালি ইন্টারন্যাশনাল কনভেনশনে অংশগ্রহণ করে শপথ নেন।
এরপর লায়ন আল সাদাত দোভাষ ২০২১-২২ সেবাবর্ষে তার ডাক ‘সার্ভ ফর ম্যানকাইন্ড’ঘোষণা করেন। এ কলের উপর লায়ন নেতৃবৃন্দকে কাজ করার জন্য নবনির্বাচিত লায়ন গভর্নর আল সাদাত দোভাষ আহবান জানান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ, মাল্টিপল জেলার কাউন্সিল চেয়ারপার্সনসহ মাল্টিপল জেলা ৩১৫-বি৪ এর অন্তর্ভুক্ত ৭টি জেলার নির্বাচিত গভর্নরবৃন্দ।
লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট সেক্রেটারি ( ডেজিগনেট) লায়ন এস এম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার (ডেজিগনেট) লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ২০২১-২২ লায়ন গোপাল কৃষ্ণ লালা, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ২০২১-২২ লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন কোহিনুর কামালসহ জেলার লায়ন নেতৃবৃন্দ।