লাশঘরের পাহারাদার তিন দিনের রিমান্ডে

লাশের সাথে বিকৃত যৌনাচার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরের পাহারাদার মো. সেলিমকে (৪৮) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

৩২ বছর বয়সী এক নারী ও ১২ বছর বয়সী অপর এক কিশোরীর লাশের সাথে বিকৃত যৌনচার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে রিমান্ডে পাঠানো হয়। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালত তার রিমান্ড মঞ্জুর করে।

নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত বলেন, “মো. সেলিমের চারদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার দুপুরে পাঁচলাইশ থানার এক মামলায় হাসপাতাল এলাকা থেকে মো. সেলিমকে গ্রেপ্তার করে সিআইডি।”

সিআইডি সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে হাসপাতালের লাশ ঘরে আনা ১২ বছর বয়সী কিশোরী ও ৩২ বছর বয়সী অপর এক নারীর লাশের সাথে বিকৃত যৌনাচারে জড়িত মো. সেলিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকারও করেছে।

সিআইডি সূত্র আরো জানায়, লাশের ময়নাতদন্তে দুই মরদেহের সোয়াবে মো. সেলিমের শুক্রাণু পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সম্মাননা প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএকাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে কাল