ঘুটঘুটে আঁধার রাত জেগে
কালো কুকুরের দুটো চোখ
ছিল না যেখানে কোন রঙ
রাখিনি কিছুই ছেড়ে সব।
বেদনার সমৃদ্ধ সমুদ্র
আমি নিঃস্ব নিঃসঙ্গ নির্জীব
একটা কঙ্কাল ক্ষয়ে ক্ষয়ে
রাতের নির্জনে খুঁজে ফেরে।
চারকোনা হলুদ বাক্সটি
জন্ম দেয় গোলাপের কাঁটা
নিশ্চুপ কয়লা রাত পাড়ি
গোলাপ কাঁটার ধুতি পরে।
প্রতি কদমে রচিত হয়
এক আলতা রঙের গালিচা
দগদগে ক্ষত, মানচিত্র আঁকা
টকটকে লাল সূর্য গালিচা।