লাল জর্জিয়াকে নীল করার পথে বাইডেন

| শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের ঘাঁটি জর্জিয়াতে ডোনাল্ড ট্র্রাম্পকে পেছনে ফেলে দিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। এ রাজ্যে জয় নিশ্চিত করলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত করতে পারবেন বাইডেন। এরই মধ্যে রাজ্যটিতে ৯৯ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। পুরোটা সময় ট্রাম্প এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এগিয়ে গেছেন বাইডেন। মাত্র কয়েকশত ভোটের ব্যবধানে এগিয়ে গেলেও জিতলে ১৬টি ইলেক্টরাল ভোট নিশ্চিত করবেন বাইডেন। এরই মধ্যে ২৬৪ ভোট নিশ্চিত করা বাইডেনের মোট ভোট দাঁড়াবে ২৮০ তে। ফলে বাকি কোনো রাজ্যে জয় না পেলেও যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন বাইডেন। এদিকে ১৫ ভোটের নর্থ ক্যারোলাইনায় ৭৬ হাজার ভোটে এবং ২০ ভোটের পেনসিলভেনিয়ায় ১৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তিন ভোটের আলাস্কাতেও বিপুল ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। এ দুটোতে জিতলেও ট্রাম্পের মোট ইলেক্টরাল ভোট দাঁড়াবে ২৫২ এ। ফলে এ মুহূর্তে কেবল জর্জিয়ায় জয় নিশ্চিত করলেই চলবে না, বাইডেনের এগিয়ে থাকা রাজ্য নেভাডাতেও জয় নিশ্চিত করতে হবে ট্রাম্পকে। এখন বেশিরভাগ রাজ্যেই চলছে পোস্টাল ভোট গণনা। ডেমোক্র্যাটরাই মূলত এই পোস্টাল ভোটে বেশি অংশ নিয়েছেন। ফলে শেষ মুহূর্তের গণনায় ট্রাম্পের এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পকে ‘রাগ নিয়ন্ত্রণ’ শিখতে বললেন গ্রেটা
পরবর্তী নিবন্ধতৈরি থাকুন পরবর্তী মহামারির জন্য, বিশ্বকে বার্তা হুর