লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে ‘স্বপ্ন দেখার সাহস’ থিম নিয়ে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে প্রথমবারের মতো লায়ন্স ইন্টারন্যাশনাল পিস পোস্টার কনটেস্ট গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ১১–১৩ বয়সী ৪৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন এস কে শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট লায়ন আবেদা বেগম, ক্লাব সেক্রেটারী লায়ন আ ন ম বোরহান উদ্দিন চৌধুরী, ক্লাব ডিরেক্টর ও রিজিওন চেয়ারপার্সন লায়ন পারভীন মাহমুদ এফসিএ, ক্লাব ডিরেক্টর ও রিজিওন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন জাহানারা বেগম, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নীতি ত্রিপাঠি। প্রতিযোগিতায় বিচারক ছিলেন চিত্রশিল্পী সামিনা নাফিস, এইচ এম ইলিয়াস, শামসুল আলম সোহেল ও সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের আর্ট টিচার মো. মনজুর হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।