প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে ‘লামা উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। এছাড়া গতকাল উপজেলা পরিষদের একটি কক্ষে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এ বুথের উদ্বোধন করেন।
রেজিস্ট্রেশন বুথ উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে লামা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব, কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাংবাদিক এবং সেবাপ্রার্থীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভায় সর্বজনীন পেনশন স্কিম গঠনের প্রেক্ষাপট, স্কিমের বৈশিষ্ট্য, সুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সকলের কার্যপরিধি ও দায়িত্ব উল্লেখ করা হয়। সর্বজনীন পেনশন স্কিমে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনাপূর্বক কর্মপন্থা নির্ধারণ করা হয়। এছাড়া প্রচার–প্রচারণার (ফেস্টুন/বান্যার/বিলবোর্ড) মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে জনগণের মাঝে অবহিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।