লামা উপজেলার ৭ ইউনিয়নে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নব নির্বাচিত ৮৪ জন সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, ৭ ইউপি চেয়ারম্যান প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে ইউনিয়ন সদস্য ও মহিলা সদস্যদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি। তাই সরকারের সব কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নব নির্বাচিত সদস্য ও মহিলা সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। শপথ শেষে ইউপি চেয়রম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।