লাইলাতুল ক্বদর

মাহবুবা চৌধুরী | রবিবার , ৯ মে, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

সহস্র রাত্রির চেয়েও উত্তম রাত
তুমি কি জানো কোন্‌ সে রাত?
কোন্‌ সে মহিমান্বিত সম্মানিত রাত?
সেই রাত, ক্বদরের রাত,
সে এক মহিমান্বিত রাত
যে রাতে সকল আল্লাহর ফেরেস্তা ও
রুহুল কুদ্দুস হযরত জিবরাইল আঃ
অবতীর্ণ হন পৃথিবীতে
আল্লাহর আদেশে উজ্জ্বল নক্ষত্রের দেশ থেকে
বেহেশতের ভেলায়
প্রতিটি মঙ্গলময় বস্তু
রহমত বরকত ও মাগফিরাত সঙ্গে নিয়ে
পৃথিবী ভাসিয়ে দেন বর্ষণের প্রশান্ত ধারায়।
সম্মানিত এই রাত্রি
শুরু সন্ধ্যা থেকে,
শেষ সুবহে সাদিকে
আল্লাহর নেয়ামৎ ফল্‌গুধারার বর্ষিত হয়
পাখি ও বৃক্ষের পরে, মানুষে মানুষে
স্রোতস্বিনী নদীবক্ষে।
এই রাত পাপ মোচনের রাত, নাজাতের রাত,
ক্ষমা প্রার্থনাকারীর রাত।
আল্লাহ তো স্বয়ং গাফুরুর রাহিম
তিনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন
প্রার্থনার চোখে জ্বেলে দেন দিক- দিগন্তের আলো।
এই রাত, ইবাদত কবুলের রাত
সহস্র রাতের ইবাদত সমতুল্য এক রাত
আছো এমন নসীববান?
পেলে ক্বদরের মহিমান্বিত রাতটি?
আলোয় খুঁজেছো মুক্তি নির্বাণ হৃদয়ে?
তুমি কি জান, কেন রাতটি এত বরকতময়
আল্লাহ সোবহানাল্লাহ তায়ালা বলেন”
“নিঃসন্দেহে আমি এই ক্বদরের রাতে কোরআন
অবতীর্ণ করিয়াছি ” যা লওহে মাহফুজে সংরক্ষিত আছে।
এই সেই সম্মানিত কোরআন আদি থেকে অন্ত
মানুষের পূর্ণ জীবন-বিধান লিপিবদ্ধ আছে
আজ সেই মহিমান্বিত পবিত্র রাত
চলো সবে খুঁজি লাইলাতুল কদর
হৃদয়ে প্রদীপ জ্বেলে জেগে রই রাত্রি তপস্যায়।

পূর্ববর্তী নিবন্ধসাদামনের মানুষ ছিলেন ডা. মাসুদ পারভেজ
পরবর্তী নিবন্ধমানবতাই মহাশক্তি