লাইলাতুল কদর

নুসরাত জাহান শাম্মি | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কদরের রাতে খুঁজি প্রভু তোমায়
একদম কাছেই থাক তুমি।
বলেছ বেজোড় রাতগুলোতেই
তুমি একদম সব শুনবে আর দেবে।

লাইলাতুল কদর আমাদের ভাগ্যরজনী
তুমিতো সবই জানো প্রভু, কী আমি চাই?
আমি চাই বিগত দিনের পাপের ক্ষমা।
আমি চাই তুমি আমায় সব দাও।
দুনিয়া ও আখেরে প্রভু শান্তি দাও, স্বস্তি দাও।

এই দুনিয়ায় শুধু পাঠিয়েছ আমাদের
তোমারই ইবাদতের জন্য, তোমার বন্ধু
রাসুলের যেনো দরুদে করি স্মরণ।

এই রজনীতে প্রভু আমায় দাও শক্তি
আমার পিতা মাতাকে যেনো করি আমি ভক্তি।
অসহায়, দুর্বল, অন্ধ, প্রতিবন্ধী,
সকলকে দাও সাহায্য সাথে জালিমকে দাও হেদায়েত

গরীব, দুঃখী, ধনী, সুখী, এতিম ও শিশু
সবাইকে দাও হেদায়েত প্রভু সাথে আমাকেও।
দেশ, শহর, নগর, গ্রামকে করো উচ্চভুমি
বরকতময় রাতে দাও বরকত রিজিকও হায়াতে।

দুনিয়া থেকে বিদায় নেয়া আমার পূর্বজন
মাটির তলায় আছেন তারা অপেক্ষায় ক্ষমার অর্জন।
দুনিয়া ও আখেরাতে তুমি দাও আমায় শান্তি
আমার সন্তানেরেও তুমি দাও মহানভাগ্যের প্রাপ্তি।

জীবিত আছেন যারা এই দুনিয়ায়
তাদের কর ক্ষমা প্রভু, সাথে আমায়।
ঈমানের মৃত্যু দিও প্রভু আমায়
সব সময় যেনো জপি কালিমা শাহাদাৎ
সব সময় যেনো আমি থাকি পাকও পবিত্র
কোনদিন যেনো না ভুলি আমি আমার গন্তব্য।

মহান রজনীর মহান দিবসে হে প্রভু আমার
কর বার বার ক্ষমা, আর রহমত, মাগফেরাত।
তোমার স্মরণে প্রভু যদি মোর হয় মৃত্যু
তুমি আমাকে করিও ক্ষমা আজীবন, আমৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধকিসের আবার বাহাদুরি কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার
পরবর্তী নিবন্ধপবিত্র লাইলাতুল কদরের ফজিলত ও আমল