রেডিসন ব্লু চট্টগ্রামে দুই দিন ব্যাপী ‘লাইফ স্টাইল এন্ড ফ্যাশন ফেস্টিভ্যাল’ সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সাবেক লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। সেরা গার্লস গ্রুপ মেকাপ শেকাপ’র এডমিন জুহি চৌধুরীর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিসন ব্লু চট্টগ্রামের জেনারেল ম্যানেজার রবার্ট এডওয়ার্ড, চিটাগং উইমেন চেম্বার পরিচালক শাহেলা আবেদিন, ক্রিয়েটিভ হাউজ ইভেন্টের সিইও তানজিলা কাশফী ও বিউটি বাফেট পার্লারের স্বত্তাধিকারী ইসরাত জাহান ইভাসহ অতিথিবৃন্দ।
রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হল সংলগ্ন লবিতে আয়োজিত এ ফ্যাশন ফেস্টিভ্যালে ঢাকা, চট্টগ্রাম, ভারত, পাকিস্তান, কাশ্মীর, দুবাইয়ের ২৭টি স্টল এতে অংশ নেয়। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ছিল এই আয়োজন। মেলার মিডিয়া পার্টনার ছিল দৈনিক আজাদী।
মেকাপ শেকাপ’র এডমিন জুহি চৌধুরী বলেন, আমি সব সময় চেষ্টা করি চট্টগ্রামবাসীকে সেরা আয়োজন উপহার দেয়ার জন্য। এবার উদ্বোধনী দিনেই মেলা জমজমাট। দুই দিন ব্যাপী মেলায় দেশি বিদেশি ড্রেস, জুতা, স্ক্রিন কেয়ার, মেকাপ, হোম ডেকর, হিজাব আভায়া, জুয়েলারির নানা পণ্য বিক্রি হয়। সমাপনী অনুষ্ঠানে স্টল ও স্পন্সর পার্টনারদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।