ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারে ট্রাকের চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা লরির ধাক্কায় ট্রাকের নিচে থাকা চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লরির চালক সহ ৩ জন। বুধবার দিবাগত রাত সাড়ে বারটার সময় মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের সোবহান আলীর ছেলে হযরত আলী (৩৫) নিহত হন। এসময় তার সহকারী (হেলপার) একই এলাকার বাসিন্দা নয়ন (৩০) আহত হন। দুর্ঘটনায় আহত অপর লরির চালক ও হেলপারের পরিচয় পাওয়া যায়নি। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হাদিফকির হাট বাজারে চট্টগ্রাম মুখী লেনে ট্রাকের চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যায় এবং হেলপার গুরুতর আহত হয়। আহত অবস্থায় লরির চালক ও হেলপার অন্য গাড়িতে করে চলে যায়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ।