বাটালি রোডে রেলের জায়গায় অবৈধ ১৬ সেমিপাকা ঘর উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

নগরীর এনায়েত বাজার বাটালি রোডে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ ১৬টি সেমিপাকা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ এ সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালায়। এই ব্যাপারে রেল পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুব উল করিম আজাদীকে জানান, দীর্ঘদিন ধরে এনায়েত বাজার বাটালি রোডের ৭৬৫ নম্বর বাসার সামনে ২২ দখলদার অবৈধ স্থাপনা তুলে বসবাস করে আসছিল। এখানে ১৬টি সেমিপাকা ঘর করে ভাড়া দিয়েছিল। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করা হয়। অভিযানে ২৬ জন পুলিশ, ১৫ জন আরএনবি সদস্য সহায়তা করেন। যেখানে অবৈধ স্থাপনা আছে, সেখানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নিহত
পরবর্তী নিবন্ধওষুধ পাচারে জড়িত সেই কর্মচারী সাময়িক বরখাস্ত