লন্ডনে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন থেকে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

কারাগারে অনশনরত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ আন্দোলনের সমর্থনে লন্ডনে আয়োজিত এক বিক্ষোভ থেকে মানবাধিকার ও পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ বছর বয়সী এই অ্যাকটিভিস্টকে লন্ডনের সিটি এলাকায় ফেনচার্চ স্ট্রিটে গতকাল মঙ্গলবার ভোরবেলার ওই বিক্ষোভস্থল থেকে আটক করা হয়। ‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’ নামের একটি প্রতিবাদী সংগঠনের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রেটা থুনবার্গের হাতে একটি প্ল্যাকার্ড ছিল, যাতে লেখা ছিল ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি’ এবং ‘আমি গণহত্যার বিরোধিতা করি।’ খবর বাংলানিউজের।

সিটি অব লন্ডন পুলিশ জানায়, ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের (এ ক্ষেত্রে প্যালেস্টাইন অ্যাকশন) পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এটি সন্ত্রাসবাদ আইন ২০০০এর ১৩ ধারার লঙ্ঘন।পুলিশ আরও জানায়, হাতুড়ি ও লাল রঙ ব্যবহার করে একটি ভবন ক্ষতিগ্রস্ত করার খবর পেয়ে সকাল আনুমানিক ৭টার দিকে তারা ওই এলাকায় যায়। এ ঘটনায় আরও এক পুরুষ ও এক নারীকে ফৌজদারি অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয়।

প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, তারা অ্যাসপেন ইনস্যুরেন্স’র কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। তাদের দাবি, এই প্রতিষ্ঠানটি ইসরায়েলসংযুক্ত প্রতিরক্ষা কোম্পানি ‘এলবিট সিস্টেমস’কে সেবা দিয়ে থাকে।

শিশু বয়সে জলবায়ু আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া গ্রেটা থুনবার্গ সামপ্রতিক সময়ে ফিলিস্তিনি ইস্যুর সমর্থনে একাধিক বিক্ষোভে যুক্ত হয়েছেন। গত সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে তিনি অনশনরত কর্মীদের ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, যুক্তরাজ্য সরকারের উচিত তাদের মুক্তি দেওয়া ও অভিযোগ প্রত্যাহারের দাবি মেনে নেওয়া।

পূর্ববর্তী নিবন্ধমাদুরোর ক্ষমতা ত্যাগ করাই হবে বুদ্ধিমানের কাজ : ট্রাম্প
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে দাদী-নাতনীর মৃত্যু