উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের বেলমার্শ কারাগারে দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। গতকাল বুধবার তাদের বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানে চার জন অতিথি, দুইজন সাক্ষী এবং পাহারা দেওয়ার জন্য দুই নিরাপত্তারক্ষীকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
কারাগারে দর্শণার্থী প্রবেশের নির্ধারিত সময়েই বিয়ের অনুষ্ঠান হয়েছে। তবে অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অতিথিদের সেখান থেকে চলে যেতে হবে বলে জানানো হয়েছে। গত বছরের নভেম্বরে বন্দি অ্যাসাঞ্জকে তার বাগদত্তা স্টেলা মরিসকে কারাগারে বিয়ে করার অনুমতি দেয়
কর্তৃপক্ষ। পরে বিয়ের দিনক্ষণ জানানো হয়। জুটির দুটি সন্তান রয়েছে।