লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে আবুল কালাম জহির ওরফে মাটি জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, জহির নিজেও সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়রা জানান, জহির বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হত্যা করে। খবর বাংলানিউজের।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, জহির নিজেও সন্ত্রাসী ও মাদকবিক্রেতা ছিলেন।

স্থানীয় সন্ত্রাসী পিচ্চি কাউসারের সঙ্গে তার অভ্যন্তরীণ বিরোধ ছিল। কয়েকদিন আগে একটি খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কাউসারের বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের রোডম্যাপ
পরবর্তী নিবন্ধরাফি’র ২৮তম মৃত্যুবার্ষিকী আজ