লকডাউনে ক্ষতিগ্রস্ত সড়কের কাজ এগিয়ে নিতে হবে

বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে মেয়র

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চলমান কঠোর লকডাউনে সড়কে যান চলাচল করছে না। নেই জনসমাগমও। এ সুযোগে পথচারীদের কোনো সমস্যা ছাড়াই শহরের ক্ষতিগ্রস্ত সড়কে প্যাঁচওয়ার্ক করার সুযোগ আছে। আর সেই সুযোগটিই কাজে লাগাতে সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, লকডাউন চলাকালীন জনসমাগম না থাকায় চসিকের পক্ষে প্যাঁচওয়ার্ক ও জরুরি জনগুরুত্বপূর্ণ কাজগুলো নির্বিঘ্নে শেষ করার সুযোগ হয়েছে। এই সময় কাজ করতে গিয়ে জনদুর্ভোগ ও বিড়ম্বনার সৃষ্টি হয় না। তাই এই সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি গতকাল রোববার সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে চসিকের বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব কথা বলেন। মেয়র বলেন, চসিকের বিভাগগুলোর মধ্যে পরিচ্ছন্ন, স্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ সরাসরি জনসেবায় সম্পৃক্ত। ষষ্ঠ নির্বাচিত পরিষদের মেয়াদ শুরুর একশ দিনের সময়সীমা নির্ধারণ করে যে-সকল জনগুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের কার্যক্রম চলছে তা সম্পন্ন করতে এই তিনটি বিভাগের ভূমিকা ও সক্ষমতা সবচেয়ে বেশি কার্যকর। সঠিক কার্যকারিতায় অবশ্যই সফলতা আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে ইতোমেধ্যে তা অর্জিত হয়েছে। এ ছাড়া করোনাকালে নগরে পরিস্থিতি সামাল দিতে সিটি কর্পোরেশনের উপর কিছু অতিরিক্ত দায়িত্বও বর্তেছে। এ ক্ষেত্রে পরিচ্ছন্ন, স্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, মনিরুল হুদা, সুদিপ বসাক, ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিক, বিপ্লব দাশ, মো. ফরহাদুল আলম, মির্জা ফজলুল কাদের, এস্টেট অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ ইকবাল হাসান, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ও ব্যাটারি গলি বাজারে চসিকের অভিযান
পরবর্তী নিবন্ধরোজিনার স্মৃতিতে ওয়াসিম